আরোও একজনের মৃত্যু কোটা আন্দোলনের সংঘর্ষে, নিহতদের সংখ্যা বেড়ে ৭ জন

ঢাকা কলেজের শিক্ষার্থী সবুজ আলী নিহত হয়েছে রাজধানীর সাইন্সল্যাবে কোটা সংষ্কার আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় । বুধবার রাত ১২.৩০ মিনিটে ( ১৭ জুলাই) ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষার্থী সবুজ আলী মৃত্যুবরণ করেন। এর আগে নিহতের সংখ্যা ছিল ৬ জন।

প্রত্যক্ষদর্শীদের সূত্রমতে, মঙ্গলবার (১৬ জুলাই) সাইন্সল্যাবে ছাত্রলীগ ও উচ্চমাধ্যমিকের  কোটা সংষ্কার আন্দোলনের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ চলাকালে বিকেলে সবুজের মাথায় গুরুতর আঘাত লাগে। আহত অবস্থায়  তাৎক্ষণিক ভ্যানে করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তার সহপাঠীরা। এরপর চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টা ৩০ মিনিটের দিকে শিক্ষার্থী সবুজ মৃত্যুবরণ করেন।

সবুজ আলী ঢাকা কলেজ পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ সেশনের  শির্ক্ষাথী। সবুজ আলী ঢাকা কলেজ উত্তর ছাত্রাবাসের ২০৫ নং কক্ষে থাকতেন। সবুজ আলী ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী বলে জানা যায়। তবে কোন পক্ষ হয়ে আন্দোলনে গিয়েছেন এখনো নিশ্চিত হওয়া যায়নি।

New Era IT Village

  • Save