চলমান আন্দোলনের অংশ হিসেবে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন কোটা সংস্কারপন্থীরা। আজ মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৩টায় দেশের সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করবেন তারা। এরপর তারা আরোও জানিয়েছেন, চলমান অবরোধ কর্মসূচিও পালন করা হবে । সোমবার (১৫ জুলাই) রাতে আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন ।
একইদিন কাছাকাছি সময়ে ছাত্রলীগও নতুন কর্মসূচি ঘোষণা করেছে। সোমবার এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, বাঙালির মহান স্বাধীনতাকে কটাক্ষ, একাত্তরের ঘৃণিত গণহত্যাকারী রাজাকারদের প্রতি সাফাই, আন্দোলনের নামে অস্থিতিশীলতা তৈরি এবং সাধারণ শিক্ষার্থী ও নেতাকর্মীদের উপর বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করবে ছাত্রলীগ। আজ মঙ্গলবার বেলা দেড়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ এ কর্মসূচি পালন করবে ছাত্রলীগ।
এর আগে নতুন কর্মসূচি ঘোষণা করে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, তাদের ওপর হামলা পরিকল্পিতভাবে হয়েছে। সরকার এ আন্দোলন সহিংসভাবে বন্ধের চেষ্টা করছে। এ সময় প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি নতুন কর্মসূচির ঘোষণা দেনে। এতে দেশের সাধারণ মানুষেরও শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, সবাই দেখেছে কীভাবে হামলা চালানো হয়েছে। হামলায় আমাদের দু’শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। চলমান এ আন্দোলন এখন সাধারণ মানুষের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে আমাদের থামানোর চেষ্টা করা হয়েছে।