বাংলাদেশে ড. সাকিব ইকবাল শামী: যোগ দিবেন আন্তর্জাতিক সুন্নী সম্মেলনে

আন্তর্জাতিক সুন্নী সম্মেলন ও তাফসিরুল কোরআন মাহফিলে যোগ দিতে বিশ্ববরেণ্য ইসলামিক স্কলার ও মোটিভেশনাল স্পীকার ড.আল্লামা শায়খ সাকিব বিন ইকবাল শামী এখন বাংলাদেশে।

  • Save
গতকাল যুক্তরাজ্যের বার্মিংহাম বিমান বন্দর হতে রওনা দিয়ে আজ সকাল ১১ টার দিকে তাঁকে বহনকারী বিমান ঢাকা হযরত শাহজালাল (রহঃ) আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। এ সময় বিমান বন্দরে তাঁকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। উনাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের নির্বাহী মহাসচিব আল্লামা আ ন  ম মাসউদ হোসাইন আল ক্বাদেরী, সাংগঠনিক সচিব আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবদুল মতিন, যুগ্ম সাংগঠনিক সচিব আলহাজ্ব মাওলানা মোশাররফ হোসাইন, যুগ্ম সাংগঠনিক সচিব মাওলানা মুহাম্মদ রফিকুল আজম আশরাফী, কেন্দ্রীয় সদস্য মাওলানা মুহাম্মদ কামরুল আহসান ও মেশকাত রেজা প্রমুখ।

  • Save

ঢাকায় সাময়িক বিরতি দিয়ে তিনি চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হন। আগামীকাল ১২ মার্চ চট্টগ্রাম জমিয়তুল ফালাহ ময়দানে অনুষ্ঠিতব্য ইসলামিক সম্মেলনে উনার যোগদানের কথা রয়েছে। এদিকে আগামী ১৪ মার্চ রোজ শনিবার ঢাকার শাহজাহানপুর রেলওয়ে কলোনি মৈত্রী সংঘ মাঠে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সুন্নী সম্মেলনে উনি প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। এভাবে ঢাকার মিরপুর ডিওএইচএস, রংপুরসহ বেশ কয়েকটি ইসলামি সম্মেলনে যোগদান শেষে আগামী ১৯ মার্চ উনার যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা আছে।