এমপি আনোয়ারুল আজীম আনার হত্যা দুঃখজনক উল্লেখ করে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের এমপি বলেছেন, এ হত্যাকাণ্ড ঘটেছে কিনা, তা আমরা এখনও নিশ্চিত নই। এ কারণে স্পিকার তাঁর আসন শূন্য ঘোষণা করতে পারছেন না। তবে অপেক্ষা করছি; হয়তো একটা ফলাফল পাওয়া যাবে।
রোববার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৪তম তিরোধান দিবসে আশ্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
জাপা চেয়ারম্যান বলেন, সাংসদ আনারকে জড়িয়ে সংবাদমাধ্যমে যা শুনতে পাচ্ছি, এগুলো খুবই দুঃখজনক। তাঁর মতো একজন উচ্চ পর্যায়ের ও দায়িত্বশীল ব্যক্তি যদি নৈতিক স্খলনের সঙ্গে সত্যিই জড়িত থাকেন, তাহলে আমরা এ ধরনের আর কেউ এমন মহান জায়গায় (সংসদ) আসুক, এটা চাই না।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন সাবেক এমপি লিয়াকত হোসেন খোকা, জাপার প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, আশ্রম সভাপতি অশোক মাধব রায়, সাধারণ সম্পাদক শংকর কুমার দে, জেলা জাপা সভাপতি সানাউল্লাহ সানু, নারায়ণগঞ্জ মহানগর জাপা সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল প্রমুখ।
জি এম কাদের বলেন, লোকনাথ ব্রহ্মচারী জনগণের কল্যাণে নিজেকে বিলিয়ে দিয়েছেন। সব ধর্মে আছে, জনগণের সেবা মানে ঈশ্বরের সেবা। কেউ যেন ধর্মকে ব্যবহার করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।
New Era IT Village