সৌদি নেতৃত্বাধীন যুদ্ধের বলি ইয়েমেনের ১১ হাজার শিশু

ছবি: এএফপি

অনলাইন ডেস্ক:-
ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের পরিচালিত যুদ্ধে অন্তত ১১ হাজার শিশু মারা গেছে, নয়তো পঙ্গু হয়ে গেছে। ইয়েমেন সরকার ও বিদ্রোহীদের মধ্যে ২০১৪ সালে শুরু হওয়া এ যুদ্ধে এখন পর্যন্ত ১১ হাজার শিশু হতাহত হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ।বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, শিশুদের উন্নতি ও নিরাপত্তা সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনাকারী জাতিসংঘের প্রতিষ্ঠান ইউনিসেফ সোমবার (১২ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘের এই অঙ্গ প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০১৪ সালে যুদ্ধ শুরুর পর ২০১৫ সালের মার্চ থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৩ হাজার ৭৭৪ শিশু মারা গেছে বলে তাদের কাছে নিশ্চিত তথ্য রয়েছে। হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলেও জানিয়েছে ইউনিসেফ।

সংস্থাটির নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল বলেছেন, ‘হাজার হাজার শিশু প্রাণ হারিয়েছে। আরও কয়েক হাজার শিশু বিভিন্ন রোগ এবং ক্ষুধার কারণে মৃত্যুর মুখোমুখি।’

ইউনিসেফের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ২২ লাখ ইয়েমেনী শিশু অপুষ্টিতে ভুগছে। এদের এক-চতুর্থাংশের বয়স পাঁচ বছর বা তার কম। এদের অধিকাংশই কলেরা, মিজলসসহ নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

আরও পড়ুন :জাতিসংঘের মানবাধিকার উদ্বেগে নেই বাংলাদেশ

এর আগে, ২০১৪ সালে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা ইয়েমেনের সৌদি সমর্থিত সরকারের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে এবং অল্প কয়েক মাসের মধ্যেই দেশটির রাজধানী সানা দখল করে নেয়। পরে সৌদি আরব ইয়েমেনের সরকারকে সমর্থন দেয়া শুরু করে।

শুরু থেকে এখন পর্যন্ত চলমান যুদ্ধে কয়েক হাজার মানুষ মারা গেলেও, যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। এরই মধ্যে দেশটিতে দারিদ্র্য, ক্ষুধা, অপুষ্টি ছড়িয়ে পড়েছে। সবশেষ, জাতিসংঘের মধ্যস্থতায় গত ২ অক্টোবর হুতি এবং ইয়েমেন সরকারের মধ্যে ছয় মাসের একটি যুদ্ধবিরতি চুক্তি হলেও তা টেকেনি। সেই চুক্তির পর থেকে এখন পর্যন্ত অন্তত ৬২ শিশুর মৃত্যু হয়েছে।

ইউনিসেফ আরও জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় ৪ হাজার অপ্রাপ্তবয়স্ক কিশোরকে যুদ্ধে যোগ দিতে বাধ্য করা হয়েছে। এর মধ্যে ৯০ জনের বেশি কিশোরীকে বিভিন্ন চেক পয়েন্টে মোতায়েন করা হয়েছে।