নতুন লুকে রণবীর কাপুর!

নতুন লুকে রণবীর কাপুর!
নতুন লুকে রণবীর কাপুর!

বিনোদন ডেস্কঃ 

সদ্য মুক্তি পেয়েছে রণবীর কাপুরের নতুন ছবি ‘ব্রহ্মাস্ত্র’র ট্রেলার। ইতিমধ্যেই এই ট্রেলার দেখে নেটদুনিয়ায় শোরগোল। নেটিজেনরা বলছেন, এমন গ্রাফিক্স আগে কখনও বলিউডের পর্দায় দেখা যায়নি।

রনবীর কাপুরকে শেষবার ২০১৮ সালে ‘সঞ্জু’তে দেখা যায়। তারপর কেটে গেলো দীর্ঘদিন। এবার নতুন লুকে তাক লাগিয়েছেন নেট দুনিয়ায়। আসছে ‘শমসেরা’। তার পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিতেই ভাইরাল।

এবার নতুন লুকে তাক লাগিয়েছেন নেট দুনিয়ায়। আসছে ‘শমসেরা’। তার পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিতেই ভাইরাল।

পোস্টারে রণবীর কাপুরকে দেখা যায় লম্বা চুল এবং দাড়িতে। পোস্টারে লেখা আছে, ‘কারম সে ডাকাত, ধারম সে আজাদ।’

সিনেমার গল্পটিতে একটি ডাকাত উপজাতির বর্ণনা রয়েছে যারা ব্রিটিশদের কাছ থেকে নিজেদের অধিকার এবং স্বাধীনতার জন্য লড়াই করেছিল।

করণ মালহোত্রা পরিচালিত এবং ইয়াশ রাজ ফিল্মসের ব্যানারে ‘শমসেরা’ মুক্তি পাবে ২২ জুলাই।

আরও পড়ুনঃ সিলেটে বন্যার্তদের জন্য ১৬ লাখ টাকার সহায়তা পৌঁছে দিলেন গায়ক তাশরীফ।