বিনোদন ডেস্কঃ
জলে ভাসছে সিলেট৷ সিলেট ও মৌলভীবাজারের প্রায় ৫০ লাখ মানুষ পানিতে বন্দি। মানবেতর জীবনযাপন করছেন তারা।
ক্রমশ অবনতি ঘটছে পরিস্থিতির। এরই মধ্যে বাংলাদেশের নানা অঙ্গনের তারকারা সক্রিয় হয়েছেন। নানাভাবে তারা বন্যার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন।
সে ধারাবাহিকতায় চমকে দিয়েছেন ‘কুঁড়েঘর’ ব্যান্ডের জনপ্রিয় তরুণ সংগীতশিল্পী তাশরীফ খান। ফেসবুক লাইভের মাধ্যমে তিনি জানান, দুদিনে ১৬ লাখ টাকার আর্থিক সহায়তার ব্যবস্থা করেছেন তিনি।
তাশরীফ লাইভে বলেন, ‘দুদিনে ১৬ লাখ টাকা অনুদান এসেছে। আমাদের সব নম্বরের লিমিট শেষ। এখন কেউ টাকা পাঠাইয়েন না। আমরা এইটা ডিস্ট্রিবিউট করার পর প্রয়োজন হলে আবার জানাব।’
বেশ কিছুদিন ধরেই সিলেটে অবস্থান করছেন তাশরীফ। সহযোগীদের নিয়ে বন্যাকবলিত মানুষদের সাহায্য করছেন। অন্যরাও যাতে এই সাহায্যে এগিয়ে আসে এ কারণে লাইভ করে সবাইকে জানান।
তার এই উদ্যোগ এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ প্রশংসিত হয়েছে। সবাই বাহবা দিচ্ছেন তরুণ এই গায়ককে।
আরও পড়ুনঃ সিনেমা থেকে বাদ পড়লো রূপঙ্কর বাগচির গান।