বর্তমানের আধুনিক প্রযুক্তি আমাদের দৈন্দিন জীবনে চলার পথ অনেকটা সহজ করে দিয়েছে। আর ইন্টারনেটের এই যুগকে বলা হয় ভার্চুয়াল জগত। এই ভর্চুয়াল জগতে ইমেইল এর ব্যবহার অনেক ক্ষেত্রে রয়েছে। আর প্রযুক্তির এই যুগে ইমেইল শব্দটি শুনেনি এমন মানুষ নেই বললে চলে।
ইমেইল এর ব্যবহারঃ
আমরা অনেকেই ই–মেইলের To, Cc এবং Bcc এর সঠিক ব্যবহার সম্পর্কে জানিনা , আজকে আপনাদের ই-মেইলের To, Cc এবং Bcc এর সঠিক ব্যবহার সম্পর্কে জানাবো ।
To: হচ্ছে কাওকে নির্দিষ্ট করে ই-মেইল পাঠানোর জন্য ব্যবহৃত হয়। এক্ষেত্রে আপনি একাধিক ব্যক্তিকে একই মেইল পাঠাতে পারবেন। সেক্ষেত্রে সবাই একে অপরের মেইল অ্যাড্রেস দেখতে পারবে। এর ফলে গোপনীয়তা বজায় থাকে না।
Cc: Cc এর পূর্ণ রুপ হচ্ছে Carbon Copy অর্থাৎ কাওকে কোন মেইল পাঠানোর সময় আপনি যদি মনে করেন এই মেইলটি সম্পর্কে আর কয়েকজনকে জানানো দরকার। সেক্ষেত্রে আপনি সেই ব্যক্তিদের মেইল অ্যাড্রেস Cc তে রাখতে পারেন। এর ফলে Cc তে রাখা সবাই একে অপরের মেইল অ্যাড্রেসগুলো দেখতে পারবে এবং জানতে পারবে আপনি অন্য কোন ব্যক্তিদের Cc তে রেখেছেন। Cc এর কিছু সমস্যা রয়েছে। অনেকেই আছেন যারা সবাইকে তাদের মেইল অ্যাড্রেস জানাতে রাজি নয়। কিন্তু আপনি যখনি Cc তে তার মেইল অ্যাড্রেসটি রেখেছেন তখন Cc তে রাখা অন্য সবাই তার মেইল অ্যাড্রেসটি জেনে যাচ্ছে। আরেকটি বড় সমস্যা হচ্ছে যখনি আপনার সেই মেইলের কোন একজন প্রাপক রিপ্লে দিবে, সে যদি Reply to all এ ক্লিক করে রিপ্লে দেয়, তবে সবার কাছে তার রিপ্লে চলে যাবে। যা অনেকেই পছন্দ করেন না।
Bcc: Bcc এর পূর্ণরুপ হচ্ছে Blind Carbon Copy অর্থাৎ একই মেইল অনেকজনকে সেন্ড করার সময় আপনি যদি Bcc তে একাধিক ব্যক্তিকে যোগ করেন, তাহলে সকলের কাছেই মেইলটি যাবে। তবে এই মেইলটি আর কাদেরকে সেন্ড করা হয়েছে তা কেউ দেখতে পারবে না। সুতরাং প্রতিটি প্রাপক কেবল তার নিজেকেই Bcc তে দেখতে পারবে অন্যদের মেইল অ্যাড্রেস দেখতে পারবে না। Bcc এর সুবিধা হচ্ছে সবার মেইল অ্যাড্রেস গোপন রেখে সবাইকে এক সাথে একটি মেইল পাঠানো যায়। ফলে কারোর মেইল অ্যাড্রেস অন্যদের কাছে ফাস হয় না। এবং মেইলের রিপ্লে দেওয়ার সময় কেবল Reply বাটন থাকবে Reply to all থাকবে না। এর ফলে অন্যরা মেইলের রিপ্লে দেখতে পারবে না। সুতরাং একই মেইল অনেকজনকে সেন্ড করতে এবং গোপনীয়তা বজায় রাখতে আমরা Bcc ব্যবহার করব।
আজকে আমরা কি জানলাম
তাহলে, বন্ধুরা আজকে আমার লেখা ই-মেইলের To, Cc এবং Bcc এর সঠিক ব্যবহার আর্টিকেল কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন।