কঙ্গনার ‘লক আপ’ অর্জন করলো ১০০ মিলিয়ন ভিউ

কঙ্গনার ‘লক আপ' অর্জন করলো ১০০ মিলিয়ন ভিউ
‘লক আপ' অর্জন করলো ১০০ মিলিয়ন ভিউ

বিনোদন ডেস্কঃ

বলিউড অভিনেত্রী কঙ্গনা উপস্থাপনা জগতে এসেছেন অল্প কিছুদিন আগে । ওভার দি টপ প্ল্যাটফর্মে একতা কাপুরের প্রযোজনায় ‘লক আপ’ নামক শোয়ের সঞ্চালক তিনি। ১৬ জন বিতর্কিত তারকাকে কয়েক মাস ধরে লক আপে আটকে রাখাকে ঘিরেই এ রিয়েলিটি শোটি নির্মান করা হয়। জেল-কয়েদির সিক্রেট থিম থেকে শোটি সাজানো হয় বলেই এর নাম ‘লক আপ’ । শো’টি নিয়মিত এমএক্স প্লেয়ার এবং অলট বালাজিতে স্ট্রিম করা হয়।

‘লক আপ’ এর প্রথম পর্ব প্রকাশিত হয় চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি। যা অটিটি জগতে ব্যাপক সাড়া ফেলে এবং মাত্র ১৯ দিনে ১০০ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে কঙ্গনার এই জনপ্রিয় শো ‘লক আপ’। নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে এই খবর জানিয়ে একতা কাপুর শেয়ার করেছেন, ‘লক আপ পার করে ফেলল ১০০ মিলিয়ন ভিউজ। প্রথম রিয়েলিটি শো যেটা মাত্র ১৯ দিনে এই রেকর্ড গড়ল। ভারতীয় ওটিটিতে সর্বাধিক দেখা রিয়েলিটি শো এখন লক আপ।’

একতা কাপুরের এই পোস্টে নেটিজেনদের সাথে মন্তব্য করেছেন বেশ কিছু বলিউড তারকাও। অনেকে মন্তব্য করেছেন এই শোয়ের সফলতার পিছনে রয়েছে কঙ্গনার বোল্ড সঞ্চালনা। এই প্রসঙ্গে বলেন কঙ্গনা , ‘‘১৯ দিনে ১০০ মিলিয়ন সত্যিই অভাবনীয়। ‘লক আপ’ যে ভালোবাসা দর্শকদের থেকে পাচ্ছে তা আমায় অভিভূত করেছে। আর এর থেকেই প্রমাণ হয় এই রিয়েলিটি শোর বিষয়বস্তু কতটা আলাদা ও বিনোদন দিতে সক্ষম। আমি কথা দিচ্ছি লক আপ আরও বড় হবে, আরও বিতর্কিত হবে, আরও মানুষকে বিনোদন দেবে।’’

আরো পড়ুনঃ প্রিয়জনের কাছে থেকে প্রেমে প্রত্যাখ্যাত হলে কী করবো?