ইউক্রেনে অভিযান বন্ধ করতে চান পুতিন

ইউক্রেনে অভিযান বন্ধ করতে চান পুতিন
ইউক্রেনে অভিযান বন্ধ করতে চান পুতিন

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের বরাত দিয়ে জানানো হয়েছে, ইউক্রেনে অভিযান বন্ধ করতে চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, ইউক্রেন লড়াই বন্ধ করলেই রাশিয়া সামরিক অভিযান বন্ধ করবে, এর আগে নয়।

রোববার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের সঙ্গে টেলিফোনে আলাপকালে পুতিন এ কথা বলেছেন বলে জানা গেছে। এছাড়া পরিকল্পনা ও সূচি অনুযায়ী ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত থাকবে। তবে ইউক্রেন যদি লড়াই বন্ধ করে এবং মস্কোর দাবি মেনে নেয় তাহলেই রাশিয়া অভিযান বন্ধ করবে।

টেলিফোনকালে এরদোয়ানকে পুতিন বলেছেন, মস্কোর সঙ্গে কিয়েভের প্রতিনিধি দল যে আলোচনা করছে তা গঠনমূলক হবে এবং বাস্তব পরিস্থিতি আলোচকরা বিবেচনায় রাখবেন বলে আমার বিশ্বাস।

আরও পড়ুন : নিউজিল্যান্ডের বিপক্ষে ১৪০ রান করেছে বাংলাদেশের মেয়েরা