২৪ বিশিষ্ট নাগরিকের হাতে তুলে দেওয়া হয়েছে একুশে পদক

বিশিষ্ট নাগরিকের হাতে তুলে দেওয়া হয়েছে একুশে পদক।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী পদক তুলে দিচ্ছেন বিশিষ্ট অভিনেতা আফজাল হোসেনের হাতে।

জাতীয় ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২৪ বিশিষ্ট নাগরিকের হাতে তুলে দেওয়া হয়েছে একুশে পদক। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশিষ্ট নাগরিকদের হাতে পদক তুলে দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক দেওয়া হয়।

আজ (রোববার, ২০ ফেব্রুয়ারি) সকালে পদক বিজয়ীরা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কাছ থেকে নিজ নিজ পদক গ্রহণ করেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন।

মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে চারজন, ভাষা আন্দোলনে দুজন, ভাষা ও সাহিত্যে দুজন, শিল্পকলায় সাতজন, গবেষণায় চারজন (দলগতভাবে তিনজন) ও সমাজসেবায় দুজন একুশে পদক পেয়েছেন। এছাড়া শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি ও সাংবাদিকতায় একজন করে পদক পেয়েছেন।

পদক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। পদকপ্রাপ্ত সুধীজনে নাম ঘোষণা ও পরিচিতি পাঠ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আরও পড়ুন : ইউক্রেনে রাশিয়ান তেল পাইপলাইনে বিস্ফোরণ