প্লাস্টিক বোতলের যুগ কি তাহলে শেষ? বিকল্প হিসেবে কি হতে পারে ?

বিজ্ঞানীদের আবিষ্কার করা এই জলের বলগুলির নাম দেওয়া হয়েছে ‘ওহো ক্যাপ’(oho cap)

একটা মানুষের শরীরের যাবতীয় চাহিদা মেটায় জল। এই কারণেই জলের অপর নাম জীবন। একটা প্রাপ্তবয়ষ্ক মানুষ থেকে শুরু করে ছোট্ট শিশু সকলের ক্ষেত্রেই জলের গুরুত্ব অপরিসীম। জলের চাহিদা সঠিকভাবে পূরণ না করা গেলে মানুষের শরীরে নানান রকম রোগের সৃষ্টি হয় নানান রকম অসুবিধা দেখা দেয়। তাই প্রত্যেকটি মানুষের উচিত পর্যাপ্ত পরিমাণে জল পান করা।

প্লাস্টিক বোতলের যুগ কি তাহলে শেষ?

হুম, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন৷ অন্তত খাওয়ার পানি বয়ে নেয়ার জন্য প্লাস্টিক বোতল ব্যবহারের প্রয়োজন বোধহয় খুব বেশ দিন আর থাকবে না৷ বিজ্ঞানীরা আবিষ্কার করেছে এক ভিন্ন পন্থা, যা দেখতে ‘স্মার্ট’, আর পান করতেও মজা ৷

প্লাস্টিকের বোতলে জল খাওয়ার এই শারীরিক ক্ষতির কথা চিন্তা করেই বিজ্ঞানীরা ছোট ছোট জলের বল তৈরি করেছেন যা মুখের ভেতর পুরলেই গলে যাবে এবং আমাদের শরীরে জলের তৃষ্ণা মেটাবে। বলছি, খাওয়ার যোগ্য ছোট ছোট পানির বলের কথা৷ দেখতে অনেকটা পিংপং বলের মতো এসব পানিবাহী বোতল কার্যত পুরোটাই খাওয়া যায়৷ আর এতে খাটুনিও কম৷

ভবিষ্যতে বিজ্ঞানীদের আবিষ্কার করা এই বল যখন সর্বত্র অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন আমরা কেউই আর জল পান করবো না আমরা সকলেই জল খাবো, বিজ্ঞানীদের আবিষ্কার করা এই জলের বলগুলির নাম দেওয়া হয়েছে ‘ওহো ক্যাপ’(oho cap)।

লন্ডনের স্কিপিং রকস ল্যাব ইতোমধ্যে এই পানির বল নিয়ে বিস্তর গবেষণা করেছে৷ পরীক্ষামূলকভাবে অ্যাথলিটদের খেতে দেয়া হয়েছে তা৷ সাধারণ মানুষকে পান করার সুযোগ দেয়া হয়েছে৷ শুরুতে অনেকেই মুখে দেয়ার আগে খানিকটা বিস্ময় নিয়ে তাকালেও পান করার পর হাসিই দিয়েছেন৷ বিশেষ ধরনের সমুদ্র শৈবাল ব্যবহার করে তৈরি এসব বোতলে দীর্ঘ সময় পানি রাখা যায়৷ আর কেউ চাইলে উপরে থাকা পাতলা আবরণটা সরিয়ে যে কোনো সময় তা পান করতে পারেন৷

এমন পানি বলের উদ্ভাবকরা আশাবাদী যে, শীঘ্রই এগুলো বাজারে ছাড়া সম্ভব হবে৷ আর তখন প্লাস্টিকের পানির বোতলের চাহিদা কমতে শুরু করবে, যা পরিবেশের জন্য হবে বিশেষ উপকারের৷ কেননা, একেকটি প্লাস্টিক বোতল শতশত বছর ধরে আবর্জনা আকারে থেকে যায়, প্রকৃতির সঙ্গে মিশে যেতে অনেক সময় নেয়৷ অন্যদিকে, জীবাণুবিয়োজ্য পদার্থ দিয়ে তৈরি পানি বল পরিবেশের কোনো ক্ষতিই করে না, এগুলো রিসাইক্লিংয়েরও কোনো ব্যাপার নেই৷

সুতরাং, প্লাস্টিক বোতলকে বিদায় জানানোর প্রস্তুতি নিয়ে নিন৷ আর অপেক্ষায় থাকুন পানি বলের!