মাগুরায় ডাকাত দলের মধ্যে গোলাগুলি : নিহত ২

মাগুরার সদর উপজেলার বরুনাতৌল গ্রামের দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলিতে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন- লাভলু মণ্ডল (৪০) ও দাউদ মোল্লা (৩৮)।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে একটি মাঠে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, দিবাগত রাত দেড়টার দিকে বরুনাতৌল গ্রামের একটি মাঠে আধিপত্য বিস্তার নিয়ে দু’দল ডাকাত গোলাগুলিতে লিপ্ত হয়।

পুলিশের দাবি, আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে গোলাগুলি হয়েছে। নিহতরা আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। নিহত লাভলুর বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলায় ও দাউদের বাড়ি একই জেলার বোয়ালমারি উপজেলায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে দুই ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। তাদের মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও রামদাসহ বিভিন্ন ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয় বলেও জানায় পুলিশ।