বাংলাদেশ সেফ ফুড এলায়েন্সের মত বিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সেফ ফুড এলায়েন্সের আয়োজনে নিরাপদ খাদ্য; সমস্যা ও সম্ভাবনা বিষয়ক মত বিনিময় সভা গতকাল ১লা নভেম্বর রাজধানীর তোপখানা রোডে শিশু কল্যাণে কেন্দ্রের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

প্রাকৃতিক চিকিৎসাসেবী ও নিরাপদ খাদ্য আন্দোলন কর্মী কাজী জিয়া শামসের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মত বিনিময় সভা সঞ্চালনা করেন বাংলাদেশ সেফ ফুড এলায়েন্সের আহবায়ক ইকবাল সিরাজী।

মত বিনিময় সভায় নিরাপদ খাদ্যের উৎপাদক, কৃষক, ভোক্তা, সংগঠক এবং বিপণনকারী প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধিগণ বক্তব্য প্রদান করেন। বক্তারা নিরাপদ খাদ্যের মান, যথাযথ মূল্য, সহজ প্রাপ্যতা, উৎপাদন এবং বিপণনের প্রতিবন্ধকতা বিষয়ে আলোকপাত করেন। আলোচনা সভায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সমূহের  সমন্বয় সাধনের মাধ্যমে নিরাপদ খাদ্যের সহজলভ্যতার বিষয়ে গুরুত্বারোপ করেন। এক্ষেত্রে বাংলাদেশ সেফ ফুড এলায়েন্সকে অগ্রণী ভূমিকা পালন করতে আহবান জানান। বাংলাদেশ সেফ ফুড এলায়েন্সের কার্যক্রম এবং পরিধি বাড়ানোর মাধ্যমে এ অংগনে বিরাজমান সমস্যা সমূহ সমাধানে উদোগ গ্রহণ করা হবে বলে জানান সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ আমিনুল ইসলাম বাবু। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন টাংগাইলের কৃষক হুমায়ুন কবির, প্রাকৃতিক কৃষির দেলোয়ার জাহান, পারমিদার আবু দারদা, কৃষি গবেষক আবদুল গফুর রবিন, ফ্রেশ মার্টের কাজী মনির হোসেন ও মেহেদী হাসান, চাষবাসের ইসলাম মাহমুদ, চিত্রা অর্গানিকের শাহজাহান শাহীম, ময়মনসিংহের প্রযত্ন থেকে ইকবাল হোসেন জুপিটার, খেপা জয় ডটকম এর সোহেল আহমদ, আদি শপের জুবায়ের আহমদ, খাস ফুডের হাবিবুল মোস্তফা আরমান, সিজন বেস্টের সাজেদুর রহমান প্রিন্স, সবুজ উদদোগ থেকে মারুফ হোসেন, মার্কেট বাংলার জাফর শামীম, টাংগাইলের সমন্বিত কৃষি উন্নয়নের আউয়াল মাহমুদ, গ্রীন সেডের ইন্দ্রজিত মন্ডল প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন সেফ ফুড এলায়েন্সের সদস্য সচিব কৃষিবিদ আমিনুল ইসলাম বাবু।