এবার লড়াই জমাতেই পারল না বাংলাদেশ নারী ক্রিকেট দল

ব্যাটিং ব্যর্থতায় এবার লড়াই করতে পারল না বাংলাদেশ

তৃতীয় উইমেন’স টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে সমতায় সিরিজ শেষ করল দক্ষিণ আফ্রিকা।

সিরিজ জয়ের হাতছানিতে নেমে ব্যাটিং ভালো হলো না  বাংলাদেশের নারী দলের । লতা মণ্ডল ছাড়া আর কেউ বেট নিয়ে দাঁড়াতেই পারলেন না। ছোট পুঁজি নিয়ে বোলাররাও পারলেন না কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়তে। দুই বিভাগের বিবর্ণ পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ হেরে গেল বড় ব্যবধানে।

বেনোনিতে প্রথম ম্যাচে ১৪৯ রানের পুঁজি গড়ে দক্ষিণ আফ্রিকাকে ১৩ রানে হারায় বাংলাদেশ নারী ক্রিকট। সেটি ছিল এই সংস্করণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় এবং দেশটির মাটিতে প্রথম জয়। দ্বিতীয় ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে।