রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান ইউক্রেনের খাদ্য শস্য রপ্তানির বিশেষ কৌশল নিয়ে মঙ্গলবার তেহরানে আলোচনা করবেন।
সোমবার ক্রেমলিন সূত্র এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
ইউক্রেন সংঘাতের ফলে খাদ্য পণ্য রপ্তানি করা বিভিন্ন জাহাজের শিপমেন্ট ব্যাপকভাবে বাধাগ্রস্ত হওয়ায় এ দুই নেতা তা নিয়ে ইরানের রাজধানী তেহরানে আলোচনা করবেন। গম ও অন্যান্য খাদ্য শস্যের বিশ্বের বৃহত্তম রপ্তানিকারক দেশগুলোর অন্যতম একটি দেশ হচ্ছে ইউক্রেন।
দেশটিতে রাশিয়ার আগ্রাসনের কারণে বৈশ্বিক খাদ্য ঘাটতির আশংকা ছড়িয়ে পড়েছে।
আরো পড়ুন: তুর্কি ড্রোন শিল্পের মাস্টারমাইন্ডের জীবনাবসান