বিনোদন ডেস্কঃ
সুশান্ত সিং রাজপুত চলে যাওয়ার দুই বছর পূর্ণ হলো আজ, ১৪ জুন। ২০২০ সালের এইদিনে বিলাসবহুল ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতের মরদেহ। বান্দ্রার বিলাসবহুল ফ্ল্যাটে আত্মহত্যা করেছিলেন সুশান্ত। ঘটনার পর নানা তর্ক-বিতর্ক, মামলা, গ্রেপ্তার..। কিন্তু ফেরানো যায়নি ৩৪ বছরের তরুণ অভিনেতাকে।
১৯৮৬ সালের ২১ জানুয়ারি ভারতের বিহারের পাটনায় জন্মগ্রহণ করেন সুশান্ত সিং রাজপুত। পরে দিল্লিতে চলে যায় তাঁর পরিবার। দিল্লি কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েও ভর্তি হন। কিন্তু সে সময় থেকেই থিয়েটারের দিকে ঝোঁকেন তিনি। নাচও শেখেন। এর জন্য পড়াশোনা শেষ করতে পারেননি। এরপরে পাড়ি জমান বলিউডে। তার বলিউডে যাত্রা বেশি দিনের ছিল না। খুব কম সময়েই অসংখ্য ভক্তদের মন জয় করে নেন সুশান্ত। তার অভিনয়ে মুগ্ধ ছিলেন সবাই।
তিনি ২০২০ সালে ১৪ জুন না ফেরার দেশে চলে যান। মাত্র ৩৪ বছর বয়সে ইতি টানেন জীবনের। তাকে তার মুম্বাই অ্যাপার্টমেন্টের বেডরুমে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। প্রাথমিকভাবে তার মৃত্যুকে আত্মহত্যা বলে ঘোষণা করা হয়েছিল।
তার এমন অকাল মৃত্যুে ভেঙে পরেন পরিবার, ভক্তরা। সারা ভারতজুড়ে এই মৃত্যু ছিল আলোচিত।
আজ সুশান্তের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। এদিনে তাকে স্মরণ করছে তার ভক্ত-অনুরাগীরা।
নিজের বেডরুমে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল সুশান্তের মরদেহ। পুলিশ বলেছে এটি আত্মহত্যা। তবে পরিবারের দাবি, তাকে মেরে ফেলা হয়েছে।
পরিবারের দাবির মুখে তখন সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী এবং তার ভাইকে গ্রেপ্তার করার হয়। পরবর্তীতে তারা জামিনে বের হন। মৃত্যুর বিষয়টিও ধীরে ধীরে চাপা পড়ে যায় নানা খবরে।
তবে সুশান্ত আত্মহত্যা করেনি বলে এখনও দাবি করে তার পরিবার, সহকর্মী থেকে শুরু করে ভক্তরাও। তার এমন চলে যাওয়া এখনও কাঁদায় কাছের মানুষদের।
আরও পড়ুনঃ মাদককান্ডে গ্রেফতার শক্তি কাপুরের ছেলে সিদ্ধান্ত কাপুর।