বিনোদন ডেস্কঃ
বলিউডের স্টার-কিডদের অন্যতম ভরসার নাম করণ জোহর। বহু স্টারকিডদের নিজের পরিচালিত কিংবা প্রযোজিত ছবিতে লঞ্চ করেছেন এই নির্মাতা। এবার তারই হাত ধরে বলিউডে অভিষেক হতে যাচ্ছে সাইফ-অমৃতা জুটির পুত্র ইব্রাহিম খানের।
এবার বলিউডে হতে যাচ্ছে জনপ্রিয় মালায়ালামের তুমুল সিনেমা ‘হৃদয়ম’ রিমেক। করণ জোহর এবং ফক্স-স্টার স্টুডিও (বর্তমানে স্টার স্টুডিও) সিনেমাটি নির্মাণ করবেন বলে ঘোষণা এসেছে। ২০২১ সালের সবচেয়ে সফল মালায়ালাম চলচ্চিত্রগুলোর মধ্যে এটি একটি। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন কিংবদন্তি মোহনলালের পুত্র প্রণব মোহনলাল।
শোনা যাচ্ছে করণ এই ছবিতে নায়ক হিসেবে বলিউডে লঞ্চ করবেন সাইফ আলি খান এবং অমৃতা সিংয়ের বড় ছেলে ইব্রাহিম আলি খানকে। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, ইব্রাহিম অভিনয়ে আসবেন। অবশেষে সেটা বুঝি সত্যি হতে চললো।
ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামা থেকে জানা যায়, ইব্রাহিমকে অভিষিক্ত করতে এ সিনেমাটিকে সেরা প্রকল্প হিসেবে ভাবছেন করণ। অনেক সময় ধরেই তিনি ইব্রাহিমের জন্য একটি উপযুক্ত সুযোগ খুঁজছিলেন। সেটাই যেন পেয়ে গেলেন ‘হৃদয়ম’র গল্প ও চরিত্রে।
বলিউডে স্টারকিডদের অভিষিক্ত করার জন্য বিশেষভাবে পরিচিত করণ জোহর। আলিয়া ভাট, অনন্যা পান্ডে, বারুণ ধাওয়ান, জাহ্নবী কাপুর ছাড়া আরও অনেকেই করণের হাত ধরে বলিউডে যাত্রা শুরু করছেন।
এমনকি সাইফ কন্যা সারা আলী খানকেও করণের লঞ্চ করার কথা ছিল তার। কিন্তু প্রকল্পটি বিলম্বিত হতে থাকে। পরবর্তীতে অভিষেক কাপুর পরিচালিত ‘কেদারনাথ’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে পা রাখেন সারা।
আরও পড়ুনঃ দিশার নাচের শিক্ষক নোরা ফাতেহি।