আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

অনলাইন ডেস্কঃ

সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রেসিডেন্ট মোহাম্মাদ বিন জায়েদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।

সাক্ষাৎ শেষে সোমবার এক টুইটার বার্তায় তিনি বলেছেন, পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে উষ্ণ সম্পর্ক বিরাজ করলে এ অঞ্চলের শত্রুরা হতাশ হবে। খবর ইরনার।

এর আগে তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রয়াত প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদের শোকানুষ্ঠানে অংশ নেন।

আব্দুল্লাহিয়ান নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে বলেন, ইরান ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্কে নয়া দিগন্তের সূচনা হয়েছে। আমরা প্রতিবেশীদের উষ্ণতার বন্ধনে আবদ্ধ করতে চাই। আমাদের মধ্যকার উষ্ণ সম্পর্ক এ অঞ্চলের শত্রুদের হতাশ করবে।

শোকানুষ্ঠানে অংশ নিতে আবুধাবি সফররত আব্দুল্লাহিয়ান সোমবার বিকালে সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রেসিডেন্ট মোহাম্মাদ বিন জায়েদের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাতে তারা দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয়াদি নিয়ে কথা বলেন। এ সময় আরব আমিরাত প্রবাসী ইরানি নাগরিকদের বিভিন্ন সমস্যা সমাধানের আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

সংযুক্ত আরব আমিরাতের সাবেক প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ (৭৩) গত শুক্রবার মৃত্যুবরণ করার পর গত শনিবার মোহাম্মদ বিন জায়েদকে দেশটির নয়া প্রেসিডেন্ট নিযুক্ত করা হয়।

আরো পড়ুন: জম্মু-কাশ্মীর থেকে বাংলাদেশে পালিয়ে আসছেন রোহিঙ্গারা
  • Save