মানসিক চাপ থেকে হতে পারে কঠিন রোগ

মানসিক চাপ থেকে হতে পারে কঠিন রোগ
মানসিক চাপ থেকে হতে পারে কঠিন রোগ

লাইফস্টাইল ডেস্কঃ

উদ্বেগ ও মানসিক চাপ শারীরিক বিভিন্ন রোগের কারণ হতে পারে। এ বিষয়ে অনেকেরই জানা আছে, তবে মনের স্বাস্থ্য নিয়ে কারো তেমন মাথাব্যথা নেই।

মানসিক অবসাদ ও উদ্বেগ মানুষের স্বাস্থ্যের ওপর কী প্রভাব ফেলে, তা উঠে এসেছে সাম্প্রতিক একটি গবেষণাপত্রে।

‘অ্যাসোসিয়েশন অব ডিপ্রেশন অ্যান্ড অ্যাংজাইটি উইথ দ্য অ্যাকুমুলেশন অব ক্রনিক কন্ডিশনস’ নামক একটি গবেষণাপত্রে এ বিষয়ে বিশদ বিবরণ পাওয়া গেছে।

বয়স ও লিঙ্গভেদে মানসিক চাপ স্বাস্থ্যের ওপর কীভাবে প্রভাব ফেলে, চলুন জেনে নেওয়া যাক-

আমেরিকার মিনেসোটা স্টেটের ৪০,৩৬০ জন মানুষের ওপর এ সমীক্ষা চালানো হয়। সমীক্ষায় অংশগ্রহণকারীদের বয়স ছিল যথাক্রমে ২০, ৪০ ও ৬০ বছর। বয়স অনুযায়ী তিন ক্যাটাগরিতে ভাগ করা হয় তাদের।

পাশাপাশি মানসিক স্বাস্থ্যের ওপর ভিত্তি করে গঠন করা হয় চার শ্রেণি। যেমন- উদ্বেগে ভুগছেন যারা, মানসিক অবসাদগ্রস্ত, যারা দুটি সমস্যায়ই ভুগছেন ও যারা কোনো সমস্যায়ই ভুগছেন না।

এ সমীক্ষার ফল বলছে, যে কোনো বয়সী নারীদের ক্ষেত্রে মানসিক চাপ দীর্ঘস্থায়ী শারীরিক রোগের ঝুঁকি বাড়ায়।

অন্যদিকে ২০ বছরের বেশি বয়সীরা যদি দুশ্চিন্তা ও মানসিক অবসাদে ভোগেন, তাহলে প্রায় ১৫ রকম গুরুতর ও দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি বেড়ে যেতে পারে।

এ ১৫ রোগের মধ্যে আছে- উচ্চ রক্তচাপ, হাঁপানি, সিওপিডি, বিভিন্ন ধরনের ক্যানসারের মতো রোগ।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও পড়ুনঃ রক্ত স্বল্পতার সমাধানে কিশমিশের কার্যকারিতা।