বিনোদন ডেস্কঃ
খান পরিবারে ফের ভাঙন। সংসার ভাঙছে সালমান খানের আরেক ভাই সোহেল খানের।
২০১৭ সালে সালমানের ভাই আরবাজ খান ও মালাইকা আরোরার ১৮ বছরের সংসার ভেঙে যায়। আর এবার দীর্ঘ ২৪ বছরের সংসার জীবনের ইতি টানছেন সোহেল খান ও সীমা খান।
১৯৯৮ সালে বিয়ে করেন সোহেল ও সীমা। একসঙ্গে দুই যুগ কাটিয়ে দেওয়ার পর হঠাৎ এ জুটির সম্পর্কে ভাঙনের খবরে বলিপাড়ায় তোলপাড়। তবে ঠিক কী কারণে এ জুটির বিয়ে ভাঙছে, তা এখনো স্পষ্ট নয়।
২০০০ সালে তার ঘর আলো করে জন্ম নেয় পুত্র নির্বাণ খান। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে জন্ম নেয় তাদের দ্বিতীয় পুত্র ইয়োহান। ২০২১ সালে ইয়োহানের দশম জন্মদিন উদযাপন করেন এই দম্পতি।
এদিকে, সোহেল খান ও সীমার সম্পর্কে ভাঙনের মধ্যে হঠাৎ এতে নাম জড়িয়েছে ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার নাম।
জানা গেছে, সীমা হলেন বান্টি সচদেবের বোন। তারকামহলে বান্টি বেশ পরিচিত নাম। কর্নারস্টোন স্পোর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট নামে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার মালিক তিনি। সীমা ও বান্টির বোন রোহিতের স্ত্রী রিতিকা সচদেব। এ সম্পর্কের হিসেবে রোহিত শর্মা ঢুকে পড়েছেন সোহেল-সীমার বিয়ে ভাঙার খবরে।
তবে এই বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি সোহেল বা সীমা কেউই।
আরও পড়ুনঃ যে কারনে আদালতে হাজিরা মওকুফ চেয়েছেন পরীমনি।