বাড়ির নেমপ্লেট পাল্টে ফেললেন শাহরুখ খান।

সোশ্যাল মিডিয়ায় বেশ ট্রেন্ডিং বলিউডের কিং খান শাহরুখ।
বাড়ির নেমপ্লেট পাল্টে ফেললেন শাহরুখ খান।

বিনোদন ডেস্কঃ

সোশ্যাল মিডিয়ায় বেশ ট্রেন্ডিং বলিউডের কিং খান শাহরুখ। তার সাথে সাথে তার বাসস্থান মান্নাত যেন রয়েছে জনপ্রিয়তার তুঙ্গে। জানা যায় তার জগৎবিখ্যাত মান্নাত বাড়ির নেমপ্লেট বদলে ফেলেছেন অভিনেতা। আর তাতেই শোরগল নেটদুনিয়ায়। সম্প্রতি শারুখ খানের ফ্যান পেজ থেকে পোস্ট করা ছবিতে দেখা যায় কিং খানের বাড়ির নামে এসেছে পরিবর্তন।

শাহরুখের মান্নাত আধুনিকতায় ঘেরা এক বিলাসবহুল বাড়ি। যেটি ভক্তসহ অন্যান্য তারকাদেরও নজড় কাড়ে। শাহরুখ পরিবর্তন করেছেন তার বাড়ি মান্নাতের নেমপ্লেট। পুরনোটি পরিবর্তন করে ডিজাইন করেছেন নতুন নেমপ্লেট।

সেই নেমপ্লেটে মুগ্ধ হয়েছেন শাহরুখ ভক্তরা। ভক্তরা তার বাড়ির অত্যাশ্চর্য নতুন নেমপ্লেটসহ ছবি তুলে পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়।

জানা গেল, নতুন নেমপ্লেটটির জন্য শাহরুখকে প্রায় ২০-২৫ লাখ রুপি গুনতে হয়েছে।

শাহরুখ পত্নী গৌরী খান তার পরিবারের মানদন্ডের সঙ্গে মানানসই এমন একটি ডিজাইন চেয়েছিলেন। এটি বলার অপেক্ষা রাখে না গৌরী খান নিজেই একজন ইন্টেরিয়র ডিজাইনার। তার বিশেষ তত্ত্বাবধানে নেমপ্লেটটি ডিজাইন করানো হয়েছে।

প্রসঙ্গত আগামী বছরেই দীর্ঘ বিরতির পর রূপালী পর্দায় ঝড় তুলতে চলেছে শাহরুখ খানের চলচ্চিত্র। “পাঠান”এর পর গত মঙ্গলবার, অভিনেতা পরিচালক রাজকুমার হিরানির সাথে তাঁর পরবর্তী ছবি “ডাঙ্কি” ঘোষণা করেন। শাহরুখের সাথে এই ছবিটিতে অভিনয় করতে দেখা যাবে তাপসী পান্নুকে। ছবিটি মুক্তি পাবে আগামী ২২ ডিসেম্বর, ২০২৩ এ।

আরও পড়ুনঃ আবারও জুটি বাঁধলেন রণবীর সিং ও আলিয়া।