বাংলাদেশ বিনিয়োগ চায় পশ্চিমবঙ্গের

কলকাতায় ষষ্ঠ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দিয়েছে বাংলাদেশে

বাণিজ্য সংবাদ:

কলকাতায় ষষ্ঠ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দিয়ে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ভারতসহ অন্য বিদেশি শিল্পপতিদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশও পশ্চিমবঙ্গের শিল্পে বিনিয়োগ করতে চায়।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে টিপু মুনশি বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান ভোলার নয়। ভারত আমাদের এক কোটি মানুষকে আশ্রয় দিয়েছে, খাবার দিয়েছে।’
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ শিল্পায়নে দ্রুত এগিয়ে যাচ্ছে। আমরা সামনের দিকে চলেছি। আমরাও চাই পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে। পাশাপাশি এটাও চাই, ভারতের শিল্পপতিরাও আমাদের দেশে বিনিয়োগ করুক।’পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় সকালে শিল্প সম্মেলনে স্বাগত ভাষণ দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির ভাষণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলা মানে ব্যবসা। উত্তর–পূর্ব ভারতের প্রবেশদ্বার এই বাংলা। এখানে শিল্প স্থাপনের পরিকাঠামো রয়েছে। মিলছে জমি, বিদ্যুৎ, শ্রম এবং উন্নত যোগাযোগব্যবস্থা। রয়েছে দক্ষ শ্রমিক।

আরো পড়ুন : নিউমার্কেটের অধিকাংশ ব্যবসায়ী ও অল্পবয়সী স্টাফরা অভদ্র অশালীন: গোলাম রাব্বানী

উত্তর বাড্ডায় তিন ভাইকে ছুরিকাঘাত, একজনের মৃত্যু

A proofreading team also needs to be engaged to ensure that the paper fulfills all of Find the Essay Writing Service the criteria.