বিনোদন ডেস্কঃ
জানুয়ারি মাসেই মা-বাবা হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। সারোগেসির মাধ্যমে কন্যা সন্তানের মা-বাবা হন প্রাক্তন বিশ্ব সুন্দরী ও তাঁর স্বামী নিক জোনাস। গত রবিবারই প্রিয়াঙ্কা তাঁদের সন্তানের ঘর এক ঝলক দেখান নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে। তারপর থেকে জল্পনা শুরু হয়ে যায় সদ্যজাতের কী নাম রাখতে চলেছেন এই তারকা দম্পতি। ভারতীয় নাম নাকি আমেরিকান নামকোনটা রাখা হবে নিক-প্রিয়াঙ্কা মেয়ের নাম।
জানা যায়, অফিসিয়াল এক বিবৃতিতে প্রিয়াঙ্কা তার পোস্টে লিখেছেন, ‘আমরা সারোগেটের মাধ্যমে একটি শিশুকে স্বাগত জানিয়েছি। বিষয়টি নিশ্চিত করতে পেরে আমরা আনন্দিত। আমরা সম্মানের সঙ্গে এই বিশেষ সময়ে গোপনীয়তা চেয়ে নিচ্ছি। কারণ আমরা আমাদের মনোযোগ এখন পরিবারের উপর রাখতে চাই।’
অবশেষে তাদের প্রথম সন্তান জন্মের ঘোষণা করার তিন মাস পরে নিজের মেয়ের নাম জানালেন নিক ও প্রিয়াঙ্কা। তাদের কন্যার নাম মালতি মারি চোপড়া জোনাস।
মালতি নামের বিশেষ অর্থ হলো ছোট সুগন্ধি ফুল বা চাঁদের আলো।
আরও জানা গেছে, সারোগেসির মাধ্যমে জন্ম নেওয়া শিশুটি ১৫ জানুয়ারি রাত ৮ টার পরে সান দিয়েগোর একটি হাসপাতালে জন্ম নিয়েছে।
এই মুহূর্তে প্রিয়াঙ্কা চোপড়া গ্লোবাল স্টার। গত বছরই তিনি বিখ্যাত হলিউড সিরিজ ‘ম্যাট্রিক্স’-এর চার নম্বর ছবি ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশন’ -এ সিনেমায় দেখা গিয়েছিল। এবার বিশ্ববিখ্যাত হলিউডি ছবি ‘অ্যাভেঞ্জার্স’ খ্যাত তারকা অ্যান্থনি ম্যাকি অভিনীত নয়া ছবি ‘এন্ডিং থিংস’-এ কাজ করতে চলেছেন প্রিয়াঙ্কা। জোর খবর, এই ছবিতে অ্যান্থনির বিপরীতে দেখা যাবে ‘পিগি চপস’-কে। প্রসঙ্গত,’অ্যাভেঞ্জার্স’ ছবির সিরিজে ‘ফ্যালকন’ ওরফে স্যাম উইলসন-এর চরিত্রে অভিনয় করে প্রভূত খ্যাতি অর্জন করেছেন অ্যান্থনি ম্যাকি।
আরও পড়ুনঃ বিয়ের পর আলিয়ার সাজ নিয়ে নেটিজেনদের কটাক্ষ মন্তব্য।