২০৩০ সালে দুইবার আসবে পবিত্র মাহে রমজান!

পবিত্র মাহে রমজান ২০৩০ সালে দুইবার আসতে পারে বলে ভবিষ্যতবাণী করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
পবিত্র মাহে রমজান ২০৩০ সালে দুইবার আসতে পারে বলে ভবিষ্যতবাণী করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

পবিত্র মাহে রমজান ২০৩০ সালে দুইবার আসতে পারে বলে ভবিষ্যতবাণী করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

জ্যোতির্বিজ্ঞানীরা জানান, ২০৩০ সালে রমজান মাস দুইবার আসবে। প্রথমবার জানুয়ারিতে, পরের বার ডিসেম্বরের শেষের দিকে। এই ঘটনা ১৯৯৭ সালে সর্বশেষ ঘটেছিল। ওই বছরও দুইবার পবিত্র রমজান মাস পালন করেছিল মুসলিম বিশ্ব।

সৌদি জ্যোতির্বিজ্ঞানী খালেদ আল-জাকক জানিয়েছেন, ইসলামিক হিজরি বর্ষপঞ্জি চন্দ্র চক্রের ভিত্তিতে গণনা করা হয়, আর গ্রেগোরিয়ান বর্ষপঞ্জি সূর্যের চারপাশে পৃথিবীর ঘূর্ণনের ওপর ভিত্তি করে নির্ধারিত হওয়ায় এমনটি ঘটবে।

১৪৫১ হিজরির রমজান শুরু হবে ২০৩০ সালের ৫ জানুয়ারি এবং ১৪৫২ হিজরির রমজান শুরু হবে ২০৩০ সালের ২৬ ডিসেম্বর। এর ফলে মুসলমানরা ২০৩০ সালে প্রায় ৩৬ দিন রোজা রাখবে, যার মধ্যে ১৪৫১ হিজরির পুরো রমজান মাস এবং ১৪৫২ হিজরির রমজান মাসের প্রায় ৬ দিন।

টুইটারে এক টুইটে জ্যোতির্বিজ্ঞানী খালেদ আল-জাকক বলেন, দুটি বর্ষপঞ্জির মধ্যে পার্থক্যের কারণে প্রায় বত্রিশ বছর পর পর এমনটা ঘটে। গ্রেগোরিয়ান ক্যালেন্ডারে যেখানে ৩৬৫ দিনে ১ বছর, সেখানে হিজরি ক্যালেন্ডারে ৩৫৪ দিনে ১ বছর হয়।

২০৩০ সালের পর আবার ২০৬৩ সালে এক বছরে দুইবার রমজান মাস আসবে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।