আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের জাতীয় পরিষদ ভেঙে দিলেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভী। আজ রোববার (৩ এপ্রিল) এ ঘোষণা দেন তিনি।
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাশিম খান সুরি। এরপরই প্রেসিডেন্ট আরিফ আলভীকে সংসদ ভেঙে দেয়ার পরামর্শ দেন ইমরান খান।
অনাস্থা প্রস্তাব নাকচের পর জাতির উদ্দেশে ভাষণ দেন ইমরান খান। দেশবাসীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, সংসদ ভেঙে দেয়ার জন্য প্রেসিডেন্টকে প্রস্তাব পাঠিয়েছেন। আপনারা পরবর্তী নির্বাচনের জন্য প্রস্তুতি নেন।
আরো পড়ুন: পাকিস্তানে ইমরান সরকারের পতন শুধু সময়ের অপেক্ষা