আজ বিশ্ব পানি দিবস , পানি অপচয়ে আপনি সচেতন তো ?

SAVE WATER , SAVE LIFE

ভূগর্ভস্থ পানি : অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব’ –এই প্রতিপাদ্য নিয়ে আজ মঙ্গলবার পালিত হচ্ছেবিশ্ব পানি দিবস

এ উপলক্ষে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান নানা কর্মসূচি গ্রহণ করেছে।

১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ সভা ২২ মার্চ তারিখটিকে বিশ্ব পানি দিবস হিসেবে ঘোষণা করে।

প্রতি বছর ২২ মার্চ ‘বিশ্ব পানি দিবস’ হিসেবে পালিত হয়। বিশ্বের অন্যসব দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হবে। এ উপলক্ষে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান নানা কর্মসূচি গ্রহণ করেছে।

দিবসটি উপলক্ষে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেজ ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সোমবার এক বাণীতে বলেন, ‘বাংলাদেশে ভূগর্ভস্থ পানির অস্তিত্ব টিকিয়ে রাখতে বন্যা নিয়ন্ত্রণ, নদী ভাঙন রোধ, ভূমি পুনরুদ্ধার, জলাবদ্ধতা দূরীকরণে আওয়ামী লীগ সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে, যা দেশের জনসাধারণের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে।’

এদিকে বিশ্ব পানি দিবসের প্রাক্কালে গতকাল সোমবার এক ভার্চুয়াল সেমিনারে ভূগর্ভস্থ পানির অন্বেষণ, সুরক্ষা এবং টেকসই ব্যবহারের ওপর গুরুত্ব দেন বক্তারা।

সেমিনারে মূল প্রবন্ধে পাউবোর পরিচালক ড. আনোয়ার জাহিদ ভূগর্ভস্থ পানির বৈশ্বিক ও জাতীয় পরিস্থিতি এবং একটি অত্যন্ত মূল্যবান সম্পদ হিসাবে এর ব্যবহার তুলে ধরেন।

 

পানি অপচয়ে আপনি সচেতন তো ?

বিশ্বের প্রত্যেক মানুষ গড়ে প্রতিদিন ৩০ গ্যালন পানি অপচয় করে, যেখানে বিশ্বে বর্তমানে ৩৬০ কোটি মানুষ পানি সংকটে রয়েছে। আমরা এ ধরনের অপচয়ের কথা গুরুত্বসহকারে উপলব্ধি করি না, সাবধান হই না, লজ্জিতও হই না। আমাদের জানা উচিত, যে কোনো ধরনের অপচয় অপরাধ।

প্রতি বছর পানি ব্যবহারের হার ১ শতাংশ হারে বাড়ছে। বৃদ্ধির এই হার অব্যাহত থাকলে ২০৫০ সালে ৫৭০ কোটি মানুষ পানি সংকটে পড়বে।

আসুন পানি অপচয়ে নিজে সচেতন হই এবং অন্যকেও সচেতন করি !

Save Water , Save Life