উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে কিলিয়ান এমবাপ্পের শেষ মুহূর্তের গোলে রিয়ালকে হারিয়েছে পিএসজি। অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে এমবাম্পে গোল করলে ১-০ ব্যবধানে জিতে যায় পিএসজি।
মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় পার্ক দেস প্রিন্সে খেলা হয়। যা পিএসজির ঘরের মাঠ বলেই পরিচিত।
রিয়ালের বিপরীতে পুরো ম্যাচেই আধিপত্য দেখায় পিএসজি। তবে দ্বিতীয়ার্ধে পিএসজির সেরা তারকা লিওনেল মেসির পেনাল্টি মিস ও দুদলের ৪ খেলোয়াড় করে ৮জন হলুদ কার্ড দেখায় ম্যাচে বাড়তি উত্তেজনা সৃষ্টি করে।
চোট কাটিয়ে করিম বেনজেমাকে রিয়াল শিবিরে ফেরেন। তবে পিএসজির নেইমারকে বিরতির পর মাঠে নামান কোচ পচেত্তিনো।
আরও পড়ুন : কানাডায় বিক্ষোভ ঠেকাতে জরুরি ক্ষমতা প্রয়োগ