মাইক্রোফোন হাতে বিপিএলের ধারাভাষ্যে তামিম ইকবাল

মাইক্রোফোন হাতে বিপিএলের ধারাভাষ্যে তামিম ইকবাল
বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স এর ম্যাচে ধারাভাষ্য দিচ্ছেন তামিম

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাইক্রোফোন হাতে বিপিএলের ধারাভাষ্যে তামিম ইকবাল। মাঠে থাকার কথা থাকলেও তামিম ইকবালকে দেখা গেলো ধারাভাষ্য কক্ষে বাইশ গজের মধ্যকার নানান ঘটনার বর্ণনায়।

ধারাবিবরণীতে হাজির হলেও  রাউন্ড রবিন লিগে তামিমের রানই সর্বোচ্চ। বৃষ্টিতে পরিত্যক্ত হওয়া এক ম্যাচ বাদে ৯ ম্যাচে ব্যাটিং করে ১ সেঞ্চুরী ও ৪ ফিফটিতে মোট ৪০৭ রান করেছেন তামিম। যা এক মৌসুমে বিপিএল’র সর্বোচ্চ রান।

শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের এলিমিনেটর ম্যাচে লড়ছে রাউন্ড রবিন লিগে তৃতীয়-চতুর্থ হওয়া দুই দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স। আগে ব্যাট করে চট্টগ্রামের করা ১৮৯ রানের বিপরীতে জবাব দিচ্ছে খুলনা।

খুলনার ইনিংসের পাওয়ার প্লে চলাকালীন  ধারাভাষ্য কক্ষে দেখা যায় জিম্বাবুইয়ান ধারাভাষ্যকার এড রেইন্সফোর্ডের সঙ্গে মাইক হাতে কথা বলছেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। তামিম তখন মাঠে ব্যাট করতে থাকা মুশফিকুর রহিম সম্পর্কে বলছিলেন।

টানা ৬ ওভারের খেলার ধারাবিবরণী দেন তামিম ইকবাল। পরবর্তীতে প্রেসবক্সে এসে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।

আরও পড়ুন : ক্লাব বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন চেলসি