যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ
কোয়ার্টার ফাইনাল নিশ্চিতশেষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল খেলোয়াড়দের উল্লাস

আরব আমিরাতকে হারিয়ে যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ। বৃষ্টি আইনে সংযুক্ত আরব আমিরাতকে ৯ উইকেটে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বাংলার যুবারা।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল গ্রুপপর্বের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে গেলেও পরের দুই ম্যাচে দাপুটে জয় তুলে নিয়ে গ্রুপ রানারআপ হয়েই দ্বিতীয়পর্বে পা রাখে।

আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বাংলাদেশী যুবাদের বোলিং তোপে ১৪৮ রানেই গুটিয়ে যায় আরব আমিরাত।

তবে এক পর্যায়ে ৩ উইকেটে ৮৩ রান তুলে বাংলাদেশ শিবিরে আতংক ছড়িয়েছিলেন আমিরাতের ব্যাটাররা। পরে রিপন মন্ডল-তানজিদ হাসান সাকিবরা লাগাম টেনে ধরলে শেষ ৭ উইকেটে মাত্র ৬৫ রান তুলতে সক্ষম হয় আমিরাত। বাংলাদেশের হয়ে রিপন মন্ডল নেন ৩ উইকেট। অপরদিকে ২টি করে উইকেট পান তানজিম হাসান সাকিব ও আশিকুর জামান। রাকিবুল হাসান ও আরিফুল ইসলাম একটি করে উইকেট ঝুলিতে ভরেন।

১৪৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ওপেনিং জুটির দুর্দান্ত পারফর্মেন্সে সহজেই জয়ের দেখা পায় বাংলাদেশ শিবির। মাহফিজুল ইসলাম আর ইফতিখার হোসেন উদ্বোধনী জুটিতে তোলেন ৮৬ রান। ইফতিখার ৩৭ করে আউট হওয়ার পর পরই বৃষ্টি নামে।

বৃষ্টির কারনে খেলা বন্ধ থাকায় পরবর্তীতে বাংলাদেশের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩৫ ওভারে ১০৭ রানের। সহজ এই টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৯ উইকেট আর ৬১ বল হাতে রেখেই জয় পেয়ে যায়।

দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করে অপরাজিত থাকেন মাহফিজুল। এই রান করার পথে তিনি ৬৯ বলে ৬ বাউন্ডারি ও ২ ছক্কা হাাকান।

আরও পড়ুন : কেনিয়ার বিপক্ষে বিশাল জয় বাংলাদেশের মেয়েদের