৪০ দেশের এটিএম বুথে চুরি করে বাংলাদেশে ধরা

৪০ দেশের এটিএম বুথে চুরি করে বাংলাদেশে ধরা
ছবি : ইন্টারনেট থেকে

৪০ দেশের এটিএম বুথে চুরি করে বাংলাদেশে ধরা খেলেন তুরস্কের এক নাগরিক। তার নাম হাকান জানবুরকান (৫৫)। নাগরিকদের কার্ড ক্লোন করে তিনি এই কাজ করতে বলে জানিয়েছেন সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান।

আজ (বুধবার, ১৯ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান জানান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সৌদি আরব ও স্পেন সহ ৪০ দেশে গিয়ে তিনি এই চৌর্যবৃত্তি ঘটান। সর্বশেষ তিনি আসেন বাংলাদেশে।

আন্তর্জাতিক এই এটিএম কার্ড ক্লোনিং চক্রের হোতাকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। তিনি তুরস্কের নাগরিক। সম্প্রতি ভারতে পুলিশ হেফাজত থেকে পালিয়ে বাংলাদেশে আসেন।

রাজধানীর গুলশান-১ থেকে তাকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ। মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাতে তার সঙ্গে গ্রেফতার হন বাংলাদেশের নাগরিক মো. মফিউল ইসলাম।

এসময় তাদের কাছ থেকে পাঁচটি বিভিন্ন মডেলের ফোন, একটি ল্যাপটপ, ১৫টি ক্লোন কার্ডসহ মোট ১৭টি কার্ড জব্দ করা হয়।

আরও পড়ুন : কীভাবে যাবেন বাণিজ্যমেলায়?