মা হতে যাচ্ছেন পরীমনি, আর অনাগত সন্তানের বাবা হচ্ছেন গুণীন চলচ্চিত্রে তার সহঅভিনেতা শরীফুল রাজ। ঢালিউড অভিনেত্রী তার সন্তানের বাবার নাম নিজেই জানিয়েছেন ।
বিভিন্ন গণমাধ্যমের উদ্দেশ্যে পরীমনি বলেন, ‘কয়েকদিন আগে থেকেই টের পাচ্ছিলাম। তাই আজ হাসপাতালে গিয়েছিলাম। ডাক্তার জানালেন খুশির খবর। খবরটা শুনে রাজ আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। আমাদের সন্তানের হার্ট বিট শুনেছি আমরা। মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল নারী। আমার সত্যি সত্যি ডানা মেলে উড়তে ইচ্ছে করছে। এ অনুভূতি প্রকাশ করা যায় না, বলে-লিখে বোঝানো যায় না। আমার জীবনের সেরা উপহারটি সৃষ্টিকর্তার কাছ থেকে পেতে যাচ্ছি।’
জানা যায়, প্রখ্যাত চলচ্চিত্রনির্মাতা গিয়াস উদ্দিন সেলিম এর ‘গুণীন’ সিনেমার শুটিং করছিলেন শরিফুল রাজ ও পরীমনি। এই সিনেমার শুটিং চলাকালীন সময়েই তারা সম্পর্কে জড়ান পরবর্তীতে বিয়ে করেন। বিষয়টি নিয়ে এতোদিন গুঞ্জন থাকলেও তবে এবার আর গুঞ্জন নয়, সরাসরি বিয়ে ও মা হওয়ার খবর জানালেন পরীমনি নিজেই। তিন দিন আগে গিয়াস উদ্দিন সেলিমকে মিষ্টি খাইয়ে বিয়ের খবরও জানান তারা।
ইতিমধ্যে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোও ফলাও করে প্রচার করছেন যে, মা হতে যাচ্ছেন পরীমনি। বিষয়টিতে দৃষ্টি আকর্ষণ করা হলে পরীমনিও উচ্ছাসের সাথে এর সত্যতা স্বীকার করেন। দোয়া চেয়ে পরীমনি আরও বলেন, ‘আমার ভক্ত, বন্ধু ও স্বজনদের বলবো আমাদের জন্য দোয়া করতে। মমতার ছায়া নিয়ে আমার পাশে থাকতে।’
এদিকে অভিনেতা শরীফুল রাজ বলেন, ‘আমি খুশিতে নাচতেছি। বাবা হওয়ার খুশিতে সারা মাস ধরে বাজি ফাটাবো।’
পরী জানান, কন্যা সন্তান হলে তার নাম রাখবেন রাণী আর পুত্র সন্তান হলে রাজ্য।
আরও পড়ুন : তিন বিবেচনায় জামিন চিত্রনায়িকা পরীমণির