টস জিতলে বোলিং নেবে বলে জানিয়ে দিয়েছেন বাংলাদেশ কোচ রাসেল ডোমিঙ্গো। কাল (রোববার) থেকে শুরু হওয়া ম্যাচে টস জিতলে ব্যাটিং নাকি বোলিং? এমন প্রশ্নের উত্তরে ডমিঙ্গো সাফ জানিয়ে দেন বোলিং নেয়ার কথা।
বাংলাদেশ দল টস জিতলে বোলিং নেবে বলে কোচ জানালেও এক্ষেত্রে পিচ আর কন্ডিশন দেখেই সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজম্যান্ট যা ম্যাচের আগমুহূর্তে জানা যায়। তবে বাংলাদেশ কোচ রাসেল ডোমিঙ্গো এবার আর রাখঢাক রাখলেন না।
জানা যায়, ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের পিচ সাধারণত সবুজই হয়ে থাকে। যেখানে পেসাররা বাড়তি সুবিধা পান। তাই গোপনীয় কোনো ব্যাপার নেই, টস জিতলে দুই দলই আগে বোলিং নিতে চাইবে মনে করেন ডোমিঙ্গো।
আরও পড়ুন : সপ্তমবারের মতো ব্যালন ডি’অর মেসির হাতে
পরিসংখ্যানে জানা যায়, গত ১০ ম্যাচে মাত্র একটি ম্যাচ জিতেছে আগে ব্যাট করা দল। এখানে প্রথম ইনিংসে গড়ে ২৬০-২৭০ রান হয়। তাই নতুন বল ব্যবহারের জন্য প্রথম দিন অনেক গুরুত্বপূর্ণ।
প্রথম টেস্টে হেরে যাওয়ায় নিউজিল্যান্ডই এই টেস্টে বেশ চাপে থাকবে বলে মনে করেন রাসেল ডোমিঙ্গো। যেকারনে তারা দলে পরিবর্তনও আনতে পারেন। তবে বাংলাদেশ খেলবে উইনিং টীম নিয়েই।
খেলাধুলার আরও সংবাদ