আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে প্রার্থী হচ্ছেন ইলিয়াস কাঞ্চন। ইতিমধ্যে সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় নির্বাচনী তফসিল ঘোষণার অপেক্ষা করছেন প্রার্থীশিল্পীরা। আগ্রহী প্রার্থীগণ প্রায় প্রতিদিনই এফডিসিতে গিয়ে সাধারণ শিল্পীদের সঙ্গে তারা কথা বলছেন।
চলচ্চিত্র সংশ্লিষ্টিরা জানিয়েছেন, নির্বাচনে অভিনেত্রী নিপুণ আক্তার একটি প্যানেল দেবেন-সেই প্যানেল থেকেই সভাপতি পদে প্রার্থী হচ্ছেন ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস কাঞ্চন সভাপতি হলে, সাধারণ সম্পাদক পদে অভিনেত্রী নিপুণ নির্বাচন করবেন।
আরও পড়ুন : যে ১০টি গান ইউটিউবে সবচেয়ে বেশি বার দেখা হয়েছে
বিষয়টি সম্পর্কে ইলিয়াস কাঞ্চনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার কাছে ওরা এসেছিল। প্রস্তাব দিয়েছে। আলোচনা করে ভালো লেগেছে। তাদের ভাবনা ও সিনেমার দর্শন শিল্পীবান্ধব। তবে আমি এখনো নিশ্চিত করে কিছু জানাইনি। ৭ জানুয়ারি পর্যন্ত সময় নিয়েছি।’
আরও পড়ুন : ২০২১ এ সংস্কৃতি অঙ্গনের যাদের হারালাম
অভিনেত্রী নিপুণ বলেন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে প্রার্থী হচ্ছেন ইলিয়াস কাঞ্চন। তিনি আমাদের যোগ্য অভিভাবক হবেন বলে আশা রাখি। তাকে পেলে আমরা যারা অনুজ ও নবাগত রয়েছি তারা অনেক সাহস পাবো। চলচ্চিত্রেরে উন্নয়নে অনেক কিছু করতে পারবো মনে করেই সবাই মিলে তার কাছে গিয়েছিলাম এবং আলোচনা শেষে তিনি রাজি হয়েছেন।
এর আগে ইলিয়াস কাঞ্চন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।
সংশ্লিষ্ট সংবাদ :
> দেশান্তরী বিষয়ে শাকিব খান কী বলেন?
> আপাদমস্তক ঢেকে রেড কার্পেটে হাঁটলেন কোন তারকা?
> শচীন কন্যা সারার শোবিজ অঙ্গনে যাত্রা