উত্তর বাড্ডার সাতারকুলে রবিবার (১৯ ডিসেম্বর) মধ্যাহ্নে ফিতা কেটে আধুনিক প্রযুক্তি নির্ভর ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়। উদ্বোধনের আগে সাতারকুলে ইস্টার্ণ ব্যাংক লিঃ এজেন্ট ব্যাংকিং আউটলেট ভবনের দ্বিতীয় তলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সাতারকুলের ইস্টার্ণ ব্যাংক লিঃ এজেন্ট ব্যাংকিং আউটলেট এর মালিক ও ডেনিউজবিডির সম্পাদক এস.এম আলতাফ হোসাইন।
সভায় বক্তব্য রাখেন- ইস্টার্ণ ব্যাংক লিঃ ডি এম ডি ও হেড অফ রিটেইল এন্ড এস এম ই ব্যাংকিং জনাব মো. খোরশেদ আনোয়ার, ৪১ ওয়ার্ড কাউন্সিলর ডা. আব্দুল মতিন সহ আরো অনেকে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেড অফ রিটেইল লায়াবিলিটি এন্ড ওয়েলথ ম্যানেজমেন্ট ইস্টার্ণ ব্যাংক লিঃ এর জনাব মো. সৈয়দ জুলকার নাইন, হেড অফ চ্যানেল ব্যাংকিং ইস্টার্ণ ব্যাংক লিঃ মো. জাহেদ চৌধুরী , হেড অফ এজেন্ট ম্যানেজমেন্ট ইস্টার্ণ ব্যাংক লিঃ মো. মশিউল হক , এমডি ফেব্রিক্স ভিউ কবির আহমেদ, ব্যবস্থাপনা সম্পাদক ডেনিউজবিডির রেমিনটন রাজা, পরিচারক ফেব্রিক্স ভিউ মো. রয়েল, পরিচারক খেয়ামার্ট সাজ্জাদ হোসেন সোহাগ,বাড্ডা থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো. মজিবুর রহমান, সহ-সভাপতি আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর উত্তরের মো. আবু তাহের, বিশিষ্ট মনিটার ব্যবসায়ী এবং ভবন মালিক হাজী মো. আব্দুর রশীদ, বিশিষ্ট ফার্নিচার ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাদীর প্রমুখ।