কোর্ট ইন্সপেক্টর প্রদীপ কুমার দাসের নিজ কক্ষে অনৈতিক কর্মকাণ্ডকালে ধরা পড়া সেই নারী কনস্টেবলকেও ক্লোজড করা হয়েছে। শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার(প্রসিকিউসন) মোহাম্মদ জাবেদুর স্বাক্ষরিত এক পত্রের আদেশে তাকে ক্লোজড করা হয়। এর আগে অভিযুক্ত ইন্সপেক্টর প্রদীপ কুমার দাসকে ঘটনার পরপরই ক্লোজড করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, তদন্তে প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে।
উল্লেখ্য, ১ ডিসেম্বর (বুধবার) ছুটিতে থাকা এই নারী কনস্টেবলকে রাতের অন্ধকারে কোর্ট বিল্ডিংয়ে নিজ কক্ষে ডেকে আনেন কোর্ট ইন্সপেক্টর প্রদীপ কুমার দাস। রাত ৯টার দিকে কোর্ট ইন্সপেক্টরের কক্ষে তাদেরকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে অন্য পুলিশ সদস্যরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলে পালাক্রমে উভয়কে ক্লোজড করা হয়।
আরও পড়ুন : আবারো সাজা হতে পারে রাজ-পরীমনির