বৃহস্পতিবার (২ ডিসেম্বর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ঢাকা সিটিতে শিক্ষার্থীদের হাফ ভাড়ার যে সিদ্ধান্ত, বেশকিছু পরিবহন তা বাস্তবায়ন করছে না বলে অভিযোগ রয়েছে।’
এ বিষয়ে সেতুমন্ত্রী বলেন, পরিবহন মালিক-শ্রমিকদের আবারও অনুরোধ করছি, শিক্ষার্থীদের প্রতি সংবেদনশীল হয়ে হাফ ভাড়ার সিদ্ধান্তটি বাস্তবায়ন করুন। মন্ত্রী তার বাসভবনে এসব কথা বলেন।
পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, কথা দিয়ে কথা রাখুন। আপনাদের সিদ্ধান্ত আপনারাই কেন লঙ্ঘন করছেন?