গেল ২৫ দিনের মোট ৮টি হাতি হত্যা হলো

আজ আরও একটি হাতি হত্যা
গেল ২৫ দিনের মোট ৮টি হাতি হত্যা হলো!
এই হত্যার পরও বনবিভাগের কোন জবাবদিহিতা নেই। স্বচ্ছ জবাবদিহিতা না থাকার কারণে ঘটনা চলমান।
ঘটনাটি ঘটেছে দুদিন আগে। বাঁশখালি, কালীপুর রেঞ্জে, সাধনপুর বিটে দক্ষিন বনবিভাগের এলাকায়। অর্থ্যাৎ ২৯ নভেম্বর রাতে বৈদ্যুতিক তারে শক দিয়ে হাতিটি হত্যা করা হয়। বিষয়টি খুব গোপনে রাখতে চাইলেও অবশেষে তথ্য ও ছবি আজ বেড়িয়ে এসেছে। মৃত হাতিটির ছবির দিকে চোখ রাখা যায়না৷ এতোটাই নিমর্মমভাবে এই হাতিগুলো হত্যা করা হয়েছে!!
  • Save
এর আগে ১. চট্রগ্রামের সাতকানিয়া, সোনাকানিয়া ২. শেরপুরের শ্রীবর্দী ৩. কক্সবাজারের চকোরিয়ার পূর্ণগ্রাম ৪. চট্রগ্রামের বাঁশখালি চাম্বল বিট ৫. কক্সবাজার চকোরিয়া হারবাঙ ৬. শেরপুরের পানিহাটা ৭. কক্সবাজারের ঈদগাঁ ছিলিপভাঙ্গা ৮. চট্রগ্রামে বাঁশখালিতে, সাধনপুর বিট। এ নিয়ে গত তেরোদিনে ৬টি হাতি হত্যা করা হলো।
***যদিও আরও একটি হাতি গুম রয়েছে শেরপুরের শ্রীবর্দীতে যার কোন ট্রেস পাওয়া যাচ্ছেনা।