বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের বীর শহীদদের নিয়ে একটি মন্তব্যের জেরে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সিটি মেয়র জাহাঙ্গীর আলম সরকারকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
দল থেকে আজীবন বহিষ্কারের পর প্রতিক্রিয়ায় গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, প্রধানমন্ত্রীকে হয়তো ভুল বোঝানো হয়েছে বা ভুল মেসেজ দেওয়া হয়েছে। তিনি সঠিকটা জানলে কোনোদিনই এ ব্যবস্থা নিতেন না।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী রাষ্ট্র, দেশ ও দলের অভিভাবক। তিনি যা ভালো মনে করে করেন, আমি মাথা পেতে নেব।