বাসে হাফ ভাড়া না নেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় ঢাকা কলেজের সামনের সড়ক অবরোধ করেন কলেজটির শিক্ষার্থীরা৷ এসময় যাত্রীদের নামিয়ে কয়েকটি বাস গলিতে আটকে রাখেন এবং হাফ ভাড়া নিশ্চিত করতে বাস মালিকদের প্রতিশ্রুতি দাবি করেন শিক্ষার্থীরা।
দুপুর পৌনে ১২টার দিকে অবরোধ তুলে নিয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে শিক্ষার্থীরা জানিয়েছেন, আগামীকালের মধ্যে এর সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এ বিষয়ে ঢাকা কলেজের শিক্ষার্থী তামিম গণমাধ্যমকে জানান, প্রশাসন আশ্বাস দিয়েছে, হাফ ভাড়া নিশ্চিত করা হবে। এজন্য আমরা রাস্তা ছেড়ে দিয়েছি৷ শনিবারের মধ্যে হাফ ভাড়া নিশ্চিত না করলে আবারও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
নিউমার্কেট থানার পরিদর্শক গিয়াস উদ্দিন গণমাধ্যমকে বলেন, হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছিলো ৷ পরে ঢাকা কলেজের শিক্ষকরাসহ আমরা মিলে শিক্ষার্থীদের বোঝালে তারা রাস্তা ছেড়ে দেয়। মালিক সমিতির সঙ্গে কথা বলে আমরা একটা ঐক্যমত্যে পৌঁছাবো ৷