বুধবার (১৭ নভেম্বর) থেকে নতুন বর্ধিত ভাড়া কার্যকর করেছে পণ্যবাহী লাইটার জাহাজ কর্তৃপক্ষ।তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে চট্টগ্রাম থেকে দেশের ৩২টি নৌ রুটে চলাচলকারী পণ্যবাহী লাইটার জাহাজের ভাড়া ১৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।
এর আগে ওয়াটার ট্রান্সপোর্ট সেলের সভায় ভাড়া বৃদ্ধির এই সিদ্ধান্ত গৃহীত হয়। জানা যায়, চট্টগ্রাম বন্দর কেন্দ্রীক এক হাজারেরও বেশি লাইটার জাহাজ বন্দরের বহিঃনোঙ্গর থেকে পণ্য খালাস এবং দেশের ৩২টি নৌরুটে পণ্য পরিবহন করে থাকে।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে লাইটার জাহাজ পরিচালনাকারী ওয়াটার ট্রান্সপোর্ট সেলের তরফে ভাড়া বৃদ্ধির বিষয়ে জানানো হয়, লাইটার জাহাজগুলো মূলত ডিজেলের মাধ্যমে চলে। সরকার ডিজেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে কোস্টাল শিপ ওনার্স অ্যাসোসিয়েশন, কন্টেইনার শিপ ওনার্স অ্যাসোসিয়েশন এবং কার্গো ভ্যাসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাথে সমন্বয় মিটিংএ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলেও ওই সেলের পক্ষ থেকে জানানো হয়।