আওয়ামী লীগের ঢাকা বিভাগের যৌথসভা বুধবার (১৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু এভিনিউতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা বসবে। এতে আওয়ামী লীগের ঢাকা বিভাগের সকল সাংগঠনিক জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং এই বিভাগে আওয়ামী লীগ মনোনীত জাতীয় সংসদ সদস্যরা এ যৌথসভায় উপস্থিত থাকবেন।
দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার বিষয়টি জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, ১৯ ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা বিভাগের যৌথসভা অনুষ্ঠিত হবে।
সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।