জাবিতে শিফট পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় বৈষম্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সমাজবিজ্ঞান অনুষদভুক্ত বি ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এ ফল প্রকাশিত হয়।

প্রকাশিত ফলাফল অনুসন্ধান করে দেখা যায়, ছেলে ও মেয়েদের মোট ১৬৩ আসনের বিপরীতে মেধাতালিকা অনুসারে আসন সংখ্যার মোট দশ গুণ তথা ১৬৩০ জনের ফলাফল প্রকাশ করা হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, ভিন্ন প্রশ্নে পরীক্ষা হলেও একই প্রক্রিয়ায় মূল্যায়নের ফলে শিফট বৈষম্যের শিকার হচ্ছে তারা। কোন শিফট থেকে অধিক সংখ্যক শিক্ষার্থী এবং কোন কোন শিফট থেকে তুলনামূলক কম শিক্ষার্থ মেধা তালিকায় স্থান পাচ্ছে।

মেধাতালিকার মেধাক্রম অনুযায়ী ছেলেদের প্রথম ১৬৩ জনের মধ্যে প্রথম শিফটে ১৭ জন, দ্বিতীয় শিফটে ৪ জন, তৃতীয় শিফটে ২৩ জন, চতুর্থ শিফটে ১৪ জন ও পঞ্চম শিফটে ১০৫ জন। মেয়েদের প্রথম ১৬৩ জনের মধ্যে প্রথম শিফটে ১৭ জন, দ্বিতীয় শিফটে ৮ জন, তৃতীয় শিফটে ১২ জন, চতুর্থ শিফটে ১৫ জন ও পঞ্চম শিফটে ১১১ জন পরীক্ষার্থী।

এর আগেও জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ফলাফলে বৈষম্যের অভিযোগ করেন ভর্তিচ্ছুরা। ‘ডি’ ইউনিটে মোট ১০টি শিফটের মধ্যে প্রথম শিফটে ১০ জন, দ্বিতীয় শিফটে ৭ জন, তৃতীয় শিফটে মাত্র ১জন, চতুর্থ শিফটে ১৮ জন, পঞ্চম শিফটে সর্বোচ্চ ১০৪ জন, ষষ্ঠ শিফটে ২২ জন, সপ্তম শিফটে ৫৩ জন, অষ্টম শিফটে ২৯ জন, নবম শিফটে ৪৯ জন ও দশম শিফটে ২৭ জন পরীক্ষার্থী পরবর্তী কার্যক্রমের জন্য নিবাচিত হয়।