ঢাকা : সদ্য শেষ হওয়া সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীরা ভোটারের কাছে না যাওয়ায় ভোটের হার কমেছে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
রোববার (১৬ ফেব্রুয়ারি) নির্বাচন প্রশিক্ষণ ইনষ্টিটিউটে (ইটিআই) সদ্য যোগদানকৃত উপজেলা/ থানা নির্বাচন কর্মকর্তাগণের ওরিয়েন্টশন শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নুরুল হুদা বলেন, ‘ঢাকা সিটি নির্বাচনেই বিরাট বিরাট মিছিল, পোস্টারে সয়লাব হয়ে গেছিলো। আমি ভেবেছিলাম ৮০ শতাংশ ভোট হবে। কিন্তু উল্টো হলো।’
তিনি বলেন, ‘এটা আমার ধারণা যে, প্রার্থীরা ভোটারের কাছে না গিয়ে রাস্তায় গিয়েছে। আসল যে সম্পত্তি যেখানে, ভোট দেবেন যারা, তাদের কাছে যায়নি, ভোট কম পড়ার এটা একটা কারণ।’
এসময় আরো উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরি (অব:), নির্বাচন কমিশনের সচিব মো. আলমগীর প্রমুখ।