জনাব এম শোয়েব চৌধুরীকে সভাপতি ও সেলিম ওমরাও খানকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ফেন্সিং অ্যাসোসিয়েশনের নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদের সচিবের স্বাক্ষরিত ২৭ সদস্যের এই কমিটির প্রজ্ঞাপন ১২ আগষ্ট ২০২১ইং রোজ বৃহস্পতিবার প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮-এর ২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বর্তমান কার্যনির্বাহী বাতিল করে এই অ্যাডহক কমিটি গঠন করা হলো। আগামী ৩ (তিন) মাসের মধ্যে কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে অ্যাডহক কমিটিকে।
উক্ত কমিটিতে নারী উদ্যোক্তা ও এফ বি সি সি আই এর সদস্য জনাবা আমাতুন নুর শিল্পীকে নির্বাহী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে!