আর্জেন্টিনার জয় উদযাপনে মেতেছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলও

গুগলের সার্চ বারে ‘কোপা আমেরিকা’ লিখে সার্চ দিলে ফাইনালের ফলাফল দেখতে পাবেন। সঙ্গে থাকবে অন্যান্য সংবাদ ও ওয়েবসাইটের লিংক। আর সঙ্গে আতশবাজির আদলে পর্দার নিচ দিক থেকে উঠে আসবে নীল সাদা রং, যা শেষে উপরে একত্রিত হয়ে রূপ নেয় আর্জেন্টিনার জাতীয় পতাকায়।

পর্দার নিচ দিকে একটি বোতাম দেখতে পাবেন (আমরা মার্ক করে দিয়েছি ছবিতে)। আর্জেন্টিনার জয়ে শামিল হয়ে বারংবার সেটি চেপে একই অ্যানিমেশন দেখতে পারেন হাজারবার। চাইলে ব্রাজিল সমর্থক বন্ধুদেরও দেখাতে পারেন । পাশেই সে বোতাম পাবেন।

যা হোক, গুগলকে আর্জেন্টিনার সমর্থক বলার সুযোগ নেই। আজ ব্রাজিল চ্যাম্পিয়ন হলেও হয়তো একই ধরনের উদ্‌যাপন করা হতো ব্রাজিলের জন্য।