সারাদেশে হেফাজতে ইসলামের ডাকা হরতালের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ইট-পাটকেল নিক্ষেপের পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. সোয়েব জানান, সোমবার সকাল সাড়ে ৯টা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।
আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ওসি মাজহারুল করিম বলেন, রোববার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর সোনারবাংলা এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া ও আশুগঞ্জের মধ্যবর্তী তালশহর এলাকা অতিক্রম করার সময় হরতাল সমর্থনকারীরা ইট-পাটকেল ছোড়ে। তাই নিরাপত্তাজনিত কারণে ট্রেন চলাচল বন্ধ রাখা হায়েছে।
সোনারবাংলা ট্রেনটি ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে নেওয়া হচ্ছে। এছাড়া ঢাকাগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে বলে জানান ওসি।এদিকে হেফাজতে ইসলামের ডাকা হরতালের কারণে জেলা শহরে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শহরের সকল দোকানপাটও বন্ধ রয়েছে; দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যেতে দেখা যায়নি।
সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে আগুন জ্বালিয়ে এবং বিদ্যুতের খুঁটি ফেলে সড়কে যানবাহন চলাচল বন্ধ রেখেছে হরতালকারীরা।
ওদিকে রাজশাহীতে বিআরটিসির দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মহানগরীর শাহমখদুম থানার ওসি সাইফুল ইসলাম জানান, রোববার সকালে নগরীর নওদাপাড়া ট্রাক টার্মিনালে এ ঘটনা ঘটে। ওসি বলেন, “স্থানীয়রা বাসে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে তারা গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।তবে এতে কেউ হতাহত হয়নি।”
অগ্নিকাণ্ডের কারণ জানতে চাইলে এ পুলিশ কর্মকর্তা বলেন, “হরতালের নামে নাশকতা সৃষ্টি করতেই এই আগুন দেওয়া হয়েছে কিনা তা আমরা নিশ্চিত নই। কারণ বাস দুটি ট্রাক টার্মিনালের ভেতর ৯ মাস ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।”
শেয়ার করুন