লকডাউন পাকিস্তানের সিন্দ প্রদেশ

পাকিস্তানের চিফ মিনিস্টার দফতর হতে এক ভিডিও বার্তার মাধ্যমে প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে করাচিসহ পুরো সিন্দ প্রদেশ লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ সোমবার মধ্যরাত হতে  লকডাউন বলবৎ হবে বলে জানিয়েছেন। এই লকডাউন চলাকালীন কেউ বিনা প্রয়োজনে বাইরে বের হতে পারবেন না। সাংসারিক প্রয়োজনে দুইদিন পর পর কর্তা ব্যক্তি বাজার ঘাট করতে পারবেন। আর তার তথ্য অনলাইনে ন্যাশনাল কার্ডের মাধ্যমে সংরক্ষণ করা হবে যাতে কেউ এই নিয়ম ভেঙ্গে একাধিকবার বাইরে না যেতে পারে। তবে জরুরি প্রয়োজনে সরবচ্চ ২ জন গাড়িচালকসহ বের হতে পারবেন।

উল্লেখ্য, এর আগেই সিন্দ প্রদেশের সকল স্কুল, কলেজ, সুপারমল ৩ মাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।