পদ্মা-যমুনার বড় মাছ যায় ধনীর পেটে

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা ও যমুনা নদীতে জেলেদের জালে প্রায়ই ধরা পড়ে বিভিন্ন প্রজাতির বড় মাছ। এসব মাছ জেলেরা সরাসরি দৌলতদিয়া মাছ বাজার ও ফেরিঘাট এলাকায় মৎস্য আড়তে নিয়ে নিলামে বিক্রি করেন। সরাসরি জেলেদের কাছ থেকে বেশিরভাগ বড় মাছগুলো কিনে নেন স্থানীয় ব্যবসায়ীরা। তারা এই মাছগুলো অনলাইনে দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ী, শিল্পপতি, আমলা, শিল্পী ও প্রবাসী ক্রেতাদের কাছে বিক্রি করেন।

দৌলতদিয়া ঘাটের সুনাম দীর্ঘ দিনের। পাবনা, মানিকগঞ্জ, রাজবাড়ী ও ফরিদপুরের জেলেরা এ ঘাট দিয়ে পদ্মা ও যমুনা নদীতে মাছ ধরেন। জেলেরা যে মাছ ধরেন তা দৌলতদিয়ায় নিয়ে বিক্রি করেন। রাতে পাওয়া মাছগুলো ভোরে ফজরের আজানের পরপরই দৌলতদিয়া মাছ বাজারে নিলামের মাধ্যমে বিক্রি হয়।
তবে দাম বেশি হওয়ায় বেশিরভাগ বড় রুই, কাতল, পাঙাশ, বোয়াল, আইড়, চিতল, রিঠা, বাগাইড়, ঢাই মাছগুলো স্থানীয়রা কিনতে পারেন না। নিলামে এই মাছগুলো দৌলতদিয়ায় স্থানীয় মাছ ব্যবসায়ীরা কিনে নেন।

এছাড়া জেলেরা দিনে যে মাছগুলো ধরেন সেগুলো দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের কাছে নিলাম হয়। নিলামে বড় মাছ থাকলে সেই মাছগুলোও বড় মাছ ব্যবসায়ীরা কিনে নেন।

পরে তারা মাছের ভিডিও করে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে তা প্রচার করেন। মাছের ভিডিও দেখে দেশের বিভিন্ন জায়গা থেকে বড় ব্যবসায়ী, শিল্পপতি, প্রবাসী, শিল্পী, ধনী লোকেরা তাদের সঙ্গে যোগাযোগ করেন। দামে হলে মাছগুলো কুরিয়ার কিংবা বাসে পাঠিয়ে দেওয়া হয়। অনেক সময় ব্যবসায়ীরা নিজেরা গিয়েও মাছগুলো ক্রেতাদের কাছে পৌঁছে দেন।

new era it village