অল্পতে অস্হির খিটখিটে মেজাজ

বাঙালিকে যে যতই বাইপোলার ডিজঅর্ডার তথা দ্বিমেরুতে বিভক্ত জাতি বলুক, জায়গামতো একমত হতে আমরা জানি। এই জাতির সামনে যেকোনো বিষয় ফেলে দিন, তারা তাকে নিমেষে দুই ভাগ করে ফেলবে, নিজেরাও বিভক্ত হয়ে পড়বে। কিন্তু ক্রসফায়ারের বিষয়ে অনেকেই একমত।

সেই ঐকমত্যের প্রতীক হয়েছেন জাতীয় পার্টির নেতা কাজী ফিরোজ রশীদসহ অনেক সংসদ সদস্য। ‘ধর্ষণ মহামারি রূপ নিয়েছে’ বলে ক্রসফায়ারও মহামারি রূপ নিতে হবে বলে দাবি করেছেন তিনি। জাতীয় পার্টির ওই নেতার দাবি সমর্থন করেন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদসহ আরও অনেকে। সংসদে এখন এঁরাই সরকারি ও বিরোধী দলের আসনে ভাগাভাগি করে বসেন। সংসদের প্রধান দুটি দলের নেতারা যখন ধর্ষককে পাওয়ামাত্র ক্রসফায়ারের পক্ষে, তখন একে জাতীয় ঐকমত্য বলাই যায়। সংসদ অধিবেশনের কার্যবিবরণীতে এই ঐতিহাসিক বক্তব্য লেখা থাকুক।